সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডে মোটর সাইকেলের ধাক্কায় এক মহিলা পথচারী নিহত হয়েছে। তার নাম শেফালী রানী দাশ (৩৭)। শনিবার (৭ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা পরিষদের সামনে মহাসড়কে এঘটনা ঘটে।
জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল শেফালীকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়, এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শেফালী দাশ উপজেলার কেদারখীল এলাকার ৮নং ওয়ার্ডের রেবতী দাশের বাড়ির বিনোদ কুমারের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহতবস্থায় শেফালী দাশ নামের এক নারীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
২৪ঘণ্টা/রাসেল
Leave a Reply