জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা ছবি ঢাকা অ্যাটাক ও পুত্র

তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আজ ৭ নভেম্বর। জানা গেল বিগত দুই বছরে চলচ্চিত্রে সেরাদের নাম।

ঘোষণা অনুযায়ী ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ঢাকা অ্যাটাক’। ২০১৮ সালের সেরা ছবি ‘পুত্র’। তবে এই দুই ছবির পরিচালকরা কেউই সেরা পরিচালক হিসেবে স্বীকৃতি না পাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

২০১৭ সালের ৬ অক্টোবর বাংলাদেশে ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ছিলো এটি। এখানে চলচ্চিত্র নির্মাণে অভিষেক ঘটে দীপঙ্কর দীপনের। পুলিশি অ্যাকশন গল্পের ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। শুভ এই ছবিতে পুলিশের অফিসার চরিত্রে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছেন।

এছাড়াও ছবিটিতে ছিলেন এবিএম সুমন, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান প্রমুখ। ছবিটির একটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

অন্যদিকে ২০১৮ সালের ৫ জানুয়ারি ১০৬টি হলে মুক্তি পায় ‘পুত্র’ ছবিটি। ফেরদৌস ও জয়া আহসান জুটির ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও বেশ প্রশংসিত হয় দর্শক ও সমালোচকদের কাছে। চলচ্চিত্রটির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন ডিএফপির মহাপরিচালক হারুন রশীদ এবং পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।

অটিজম নিয়ে নির্মিত ‘পুত্র’ চলচ্চিত্রে ফারিয়া শামস সাওতি এবং শিশুশিল্পী লাজিম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও এ চলচ্চিত্রে আজিজুল হাকিম, ডলি জহুর, লায়লা হাসান, মনির খান শিমুল, শামস সামস, মুনিরা ইউসুফ মোমি, শর্মি মালা, আল মামুন, লিনা আহমেদ, মাহমুদ সজদ, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, মেহেরিন, মিলটন খন্দকার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *