রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।
৮ আগস্ট রবিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের বঙ্গবন্ধু হওয়ার পেছনে বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের অনন্য ভূমিকা রয়েছে। তিনি সবসময় বঙ্গবন্ধুকে প্রতিটি কাজে অনুপ্রেরণা যুগিয়েছেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, মুক্তিযুদ্ধের সমন্বয়ক হিসেবে বঙ্গমাতার নাম ঘোষণা করার জোর দাবী জানাচ্ছি। কারণ এ দেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এই মহিয়সী নারী জীবন উৎসর্গ করেছেন।আলোচনা সভা শেষে সাতজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিগণ।
২৪ঘণ্টা /রাসেল
Leave a Reply