হাটহাজারী প্রতিনিধি:
চলমান বিধি নিষেধ অমান্য করার দায়ে হাটহাজারীতে ১৩ মামলায় ১৩ জনকে মোট ৬,৬০০ টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ৯ আগস্ট) হাটহাজারী উপজেলার কাচারি রোড, বাসস্ট্যান্ড, হাটহাজারী কাঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান জানান, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে চলমান সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে ১৩ মামলায় মোট ৪৪০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে।
২৪ঘণ্টা /রাসেল
Leave a Reply