হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে জান্নাতুল ফেরদৌস (৩৬) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। পুকুরে লাশ ভাসতে থাকার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স সোমবার সকাল ১১ টায় পৌরসভার কবির চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে এ লাশ উদ্ধার করেন।
সে ঐ এলাকায় গত এক বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছিল এবং বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করত। শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পুকুরে পড়ে ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। সে উপজেলার ধলই ইউনিয়নের মৃত দুলা মিয়ার মেয়ে।হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা মরদেহ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, পুকুরে মহিলার মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসসপাতাল মর্গে প্রেরণ করে।
২৪ঘণ্টা/রাসেল
Leave a Reply