করোনায় চট্টগ্রামে ১০ মৃত্যু, শনাক্ত ৮৭৯

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৭৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬২৬ এবং উপজেলা পর্যায়ে ২৫৩ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৯৯৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৭৯ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯১ হাজার ৯০৭ জন। এর মধ্যে নগরে ৬৭,৮৯৪ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,০১৩ জন।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪২৪ জনের নমুনা পরীক্ষায় ১৩৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ৬ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ২১ জন, বোয়ালখালী ৪ জন, রাঙ্গুনিয়া ২৫ জন, রাউজান ৬৫ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ৮০ জন, সীতাকুণ্ড ১৯ জন, মিরসরাই ৯ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৮২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৩১ এবং উপজেলায় ৪৫১ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *