চট্টগ্রামে মৃত্যুর মিছিলে আরও ১২ জন, শনাক্ত ৭৭২

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৪৪ এবং উপজেলা পর্যায়ে ৩২৮ জন। একই সময়ে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৮৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৭২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে নগরে ৬৮,৩৩৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,৩৪১ জন।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৯২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৪১৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৩ জন, সাতকানিয়ায় ২৪ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারা ৩৫ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ৮ জন, বোয়ালখালী ৫৩ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ৬২ জন, ফটিকছড়ি ২৬ জন, হাটহাজারী ৭৫ জন, সীতাকুণ্ড ১৭ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে শূণ্য জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০৯৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৩৯ এবং উপজেলায় ৪৫৫ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *