আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে দেশে মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে। একইদিন থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে, যেসব স্থানে ওই ভ্যাকসিনের প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেখানে দ্রুত প্রথম ডোজ দেওয়া সম্পন্ন করে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু করতে হবে।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত নির্দেশানায় এ তথ্য জানানো হয়।
এছাড়া ১৪ আগস্ট থেকে সারা দেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। শিগগিরই দেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন পাঠানো হবে।
চিঠিতে জানানো হয়, নির্দেশনাটি দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
দেশে টিকার মজুদে তুলনামূলক কম থাকা যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ প্রয়োগ বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন প্রথম ডোজ চীনা কোম্পানি সিনোফার্মের টিকা দিয়েই চালিয়ে নেওয়া হবে।
বাংলাদেশে মডার্নার কোভিড টিকা এসেছ কোভ্যাক্সের মাধ্যমে। এ পর্যন্ত এই টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ।সরকারের হাতে এখন সিনোফার্মের টিকাই সবচেয়ে বেশি রয়েছে।
সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ কেনার চুক্তি সরকার করেছে। তার মধ্যে ৭০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে সরকার হাতে পেয়েছে। এছাড়া চীন সরকারের উপহার হিসেবে আসা ১১ লাখ ডোজ মিলিয়ে সিনোফার্মের টিকা এসেছে ৮১ লাখ ডোজ। কোভ্যাক্সের মাধ্যমে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা মঙ্গলবার রাতে দেশে এসেছে।
এন-কে
Leave a Reply