ত্বকের যত্নে পুদিনাপাতার আশ্চর্য উপকারিতা

আমাদের সুস্বাস্থ্যে পুদিনাপাতা অনেক উপকারী। এটা আমরা কমবেশি সবাই জানি। কিন্তু আপনি কি জানেন, পুদিনাপাতা ত্বকের জন্যও দুর্দান্ত কার্যকর?

ভারতের জনপ্রিয় জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুদিনাপাতা পুষ্টিগুণে ভরপুর, যা ত্বক সুস্থ রাখতে কার্যকর। এতে থাকা শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে পুদিনাপাতা বা মিন্ট খুবই কার্যকর। আসুন, আমরা আজ এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনে নিই—

ব্রণ কমায়

পুদিনাপাতায় রয়েছে স্যালিসিলিক অ্যাসিড ও ভিটামিন এ, যা ত্বকে সিবাম অয়েল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের ব্রণ ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে। পুদিনাপাতার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য প্রদাহ রোধ করে এবং ব্রণ নিরাময় করে।

ত্বক আর্দ্র রাখে

পুদিনাপাতা মৃদু অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করতে পারে, যা ত্বককে প্রাকৃতিকভাবে টোন করতে সাহায্য করে। এটি ছিদ্র থেকে ময়লা অপসারণ করে এবং ত্বককে কোমল ও হাইড্রেট রাখে। এটি ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতেও কার্যকর। রিঙ্কেলস ও ফাইন লাইনসও প্রতিরোধ করে।

চোখের নিচের কালো দাগ কমায়

পুদিনাপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের নিচের কালো দাগ কমাতে সাহায্য করে। চোখের নিচের ডার্ক সার্কেলে পুদিনাপাতার পেস্ট লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে কালো দাগ ধীরে ধীরে হালকা হবে।

ক্ষত সারিয়ে তোলে

পুদিনাপাতায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের কাটা, ক্ষত, মশার কামড় ও চুলকানি নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে। আপনি চাইলে পুদিনাপাতার রস বের করে ত্বকের আক্রান্ত স্থানে লাগান। এতে ক্ষত নিরাময় হবে এবং ত্বকের জ্বালাপোড়া থেকেও মুক্তি মিলবে।

এ ছাড়া পুদিনাপাতায় বিদ্যমান অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য ত্বকে দাগ ও ব়্যাশ হতে বাধা দেয়। সূর্যের আলোর ক্ষতিকর রশ্মি থেকে ত্বকের ক্ষতি হ্রাস করে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *