রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাউজানের হলদিয়া ইউনিয়নের হযরত রুস্তম ফকির জামে মসজিদের সাবেক মোতোয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ মিয়ার ইন্তেকালে মঙ্গলবার রাতে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।বিকালে কবর পাড়ে কোরআন খতম,মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করেন মুসল্লি ও মরহুমের পুত্র প্রবাসী আবু জাফর।রাতে এতিম দুস্থ ও এলাকার মহিলা পুরুষদের ঘরে দেওয়া হয় খাবার। উল্লেখ্য, হাজী ইউনুছ মিয়া গত শুক্রবার শহরের বাসায় ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
২৪ঘণ্টা /রাসেল
Leave a Reply