“আমার জন্যে ডাক্তার আনেন” বলেই মসজিদে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লী

আমার জন্যে একজন ডাক্তার আনেন বলেই মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন খলিলুর রহমান (৬৬) নামের এক মুসল্লী বুধবার (১১ আগষ্ট) বিকাল ৫টায় আছরের নামাজের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় পাক্কা মসজিদে এঘটনা ঘটে। মো.খলিলুর রহমান নামের ওই মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পরলে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন অন্য মুসল্লিরা। পরে ওই চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মৃত ব্যক্তি মসজিদে সুন্নত নামাজ শেষ করার পর পর বসে যান। তিনি অন্য মুসল্লিদের বলেন, আমার জন্য একজন ডাক্তার আনেন। একথা বলার সাথে সাথেই তিনি শুয়ে পড়েন। তাৎক্ষণিক একজন ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। এসময় মসজিদ ভর্তি মুসল্লীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। মৃত ব্যক্তি চট্টগ্রামের পটিয়া থানার হাজ্বি আলী আহমেদের পুত্র। তিনি কেডিএস লজিস্টিকে সিএন্ডএফ এর কর্মরত ছিলেন বলে জানা গেছে।

২৪ঘণ্টা/রাসেল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *