সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজ থেকে প্লেট পড়ে মো. মুসলিম (৫৩) নামে এক কাটার ফোরম্যান নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট কুমিরা এলাকায় সাগর উপকূলে অবস্থিত প্যাসিফিক শিপ ব্রেকিং ইয়ার্ড ও এইচ.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মুসলিম উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের লালুর বাপের বাড়ির আব্দুল কাদেরের পুত্র।
জানা যায়, দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নে সাগর উপকূলে অবস্থিত এইচ.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজে কাজ করছিল ফোরম্যান মো. মুসলিম। হঠাৎ পার্শ্বে থাকা প্যাসিফিক শীপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ থেকে একটি লোহার টুকরা ছিটকে তার গায়ে উপর পড়লে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সীতাকুন্ড থানার ওসি তদন্ত শামীম শেখ জানান, দুপুরে ছোট কুমিরা এলাকায় সাগর উপকূলে একইসাথে লাগানো প্যাসিফিক ও এইচ.এম. শীপ ব্রেকিং দুটি ইয়ার্ড। হঠাৎ প্যাসিফিক ইয়ার্ডের জাহাজ থেকে একটি টুকরা এইচ.এম. শীপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজের উপর পড়লে মো. মুসলিম গুরুতর আহত হয়।
পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে লাশটি চমেক হাসপাতালে রয়েছে।
Leave a Reply