চট্টগ্রামের রাউজানে ইয়াবা সহ আব্দুল কাদের জয়নাল (৩৫) নামের এক যুবককে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খান পাড়ার সামির আলির বাড়ির মৃত সাবের আহমেদের পুত্র।
রাউজান থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১০.১৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাতাল পীর শাহ মাজার সংলগ্ন স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক যুবক অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এই তথ্য পেয়ে রাউজান থানার উপ পরিদর্শক মৃদুল বড়ুয়া, সহকারি উপ পরিদর্শক আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে যুবকটি পালানোর চেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ বলেন, ইয়াবাসহ আটক আসামীর বিরুদ্ধে রাউজান থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু শেষে আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply