‘করোনার অপঘাতকে মেনে নিয়ে নতুন করে পথ চলতে হবে’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারেক আলী বলেছেন, করোনার অপঘাতকে মেনে নিয়ে নতুন করে পথ চলার অভ্যাস আয়ত্ত্বে আনতে হবে। এতে করে জীবন-জীবিকার সমন্বয় হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে হামজারবাগে একটি কমিউনিটি সেন্টারে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে কমিউনিটি সেন্টারের বয়, মোটর ও এলুমিনিয়াম শ্রমিকসহ ৫০০ জনের মাঝে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এ কথা বলেন।

শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য বিতরণ সভায় বক্তব্য রাখেন-মো. মাঈনুদ্দিন, মো. ইদ্রিস, মো. শাহ্ আলম, মো. ইমরান প্রমুখ।

কাউন্সিলর আরো বলেন, করোনাকালে নানা পেশার শ্রমিকরা কর্মচ্যূত হয়েছেন। তাদেরকে সরকার নানাভাবে সহায়তা প্রদান করছে। এমনকি মালিকরা যাতে শ্রমিকদের প্রাপ্য দিতে পারে সেজন্য প্রণোদনাও দিচ্ছে যা ভুক্তভোগীদের জন্য আপাতত: স্বস্তিদায়ক। মনে রাখা দরকার সংকটকালীন যারা পাশে এসে দাঁড়ায় তারাই সঠিক ও প্রকৃত বন্ধু। করোনাকালে টিকা গ্রহণের আগেই প্রকৃত প্রতিরোধ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা।

মোবারেক আলী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে ওষুধ ছিটানো ও পরিচ্ছন্ন অভিযান শুরু হচ্ছে । এই অভিযানে এলাকাবাসীকে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানান।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *