চট্টগ্রামে এক দিনে আরও ৮ মৃত্যু, শনাক্ত ৬১৬

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬১৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৬৭ এবং উপজেলা পর্যায়ে ২৪৯ জন। একই সময়ে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৫৪৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬১৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৩ হাজার ৮৮৪ জন। এর মধ্যে নগরে ৬৯,০৪১ জন এবং উপজেলা পর্যায়ে ২৪,৮৪৩ জন।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৩ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ১০২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ২৩১ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২ জন, সাতকানিয়ায় ২৪ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ২৪ জন, চন্দনাইশ ৭ জন, পটিয়া ১৮ জন, বোয়ালখালী ২৮ জন, রাঙ্গুনিয়া ১২ জন, রাউজান ৩৬ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ৬৭ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরসরাই ১০ জন এবং সন্দ্বীপে শূণ্য জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪৩ এবং উপজেলায় ৪৬৮ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *