মেসিকে স্বাগত জানিয়ে এমবাপ্পের বার্তা

লিওনেল মেসি পিএসজিতে নাম লেখাতেই কিলিয়ান এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন শুরু হয়। ‘ফরাসি তারকা নাকি মেসি প্যারিসে আসায় খুশি নন’ এমন খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। সেই গুঞ্জনে হাওয়া লাগে মেসিকে নিয়ে এমবাপ্পে কোনো কিছু না বলায়। বৃহস্পতিবার পিএসজির জার্সিতে প্রথমবার অনুশীলনে নামেন মেসি। বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপ্পের সঙ্গে মেসির প্রথম সাক্ষাত হয় জিম সেশনে। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘প্যারিসে স্বাগতম লিও’। এমবাপ্পের এই পোস্টে আপাতত তার পিএসজি ছাড়ার গুঞ্জন থেমেছে।

ইতালিয়ান সংবাদমাধ্যম ‘গেজেত্তা দেল্লো স্পোর্ত’ দিয়েছে চমক জাগানিয়া খবর। আগামী সোমবার নিজের ভবিষ্যত নিয়ে কথা বলবেন এমবাপ্পে।

গেজেত্তা দেল্লো স্পোর্ত- এর মতে মেসি ও নেইমারের সঙ্গে জুটি বাধা এমবাপ্পের স্বপ্ন।

এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে দলে ভেড়াতে চায় এরপরই। মেসি পিএসজিতে নাম লেখানোয় দলটির সমর্থকদের বেশিরভাগই মেসির দিকে ঝুঁকে পড়েছেন। মেসি-নেইমারের তারকাদ্যুতিতে আড়াল হওয়ার শঙ্কায় রয়েছেন এমবাপ্পে এমন খবর ফরাসি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। মেসির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার দিন এমবাপ্পের ভবিষ্যত নিয়ে কথা বলেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি। তিনি বলেন, ‘এমবাপ্পে এবং তার পরিবারের সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছে সেটার বিস্তারিত বলতে চাই না। এমবাপ্পে আমাদের পরিকল্পনার বড় একটা অংশজুড়ে রয়েছে। আমরা একটা শক্তিশালী দল গড়তে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি। আমাদের দলটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। এটা ধরে রাখতে পারলে যেকোনো কিছুই জেতা সম্ভব। সবাই কিভাবে তার (এমবাপ্পে) ক্লাব ছাড়া নিয়ে ভাবছে সেটা আমার বোধগম্য নয়।’

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *