পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার আমজুর হাট এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছে বেলী ফুুডস নামে একটি বেকারী।
বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে পরিবেশনের অভিযোগে জরিমানা দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।
আজ ৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বেকারিটাকে এ অর্থদন্ড দেন।
অভিযানকালে তিনি বলেন নোংরা পরিবেশে খাবার তৈরি এবং পরিবেশন ও লাইসেন্স ছাড়া সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হবে।
Leave a Reply