জাতীয় শোক দিবস উপলক্ষে আকবরশাহ থানা আ.লীগের আলেচনা সভা ও ত্রাণ বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আকবর শাহ থানা আওয়ামীলীগের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গরীব অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় আকবর শাহ থানার বিশ্ব কলোনীস্থ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ চৌধুরীর।

সহ-সভাপতি লোকমান আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, আমানত উল্লাহ মাস্টার, শাহাবুদ্দিন আহমেদ জাহিদ, মোজাফফর আহমদ মাসুম, কাউন্সিল জহুরুল আলম জসিম, আ.লীগ নেতা এরশাদ মামুন, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান শরীফ, ফেরদৌস খোকন, মিলি চৌধুরী, এডভোকেট আব্দুল কাদের, রুবেল ভান্ডারী, লোকমান আলী,নুরুল আলম, ডাক্তার শরিফ উদ্দিন, নুরুল আমিন জিকু, মোহাম্মদ জামাল,আবুল কাশেম, হাজী ইউসুফ, আবু তাহের, সবিতা বিশ্বাস, মিলি চৌধুরী, মোহাম্মদ মনসুর, বাবু সুভাষ চন্দ্র, শাহাবুদ্দিন আহমেদ, বাবুল,হাজী ইউসুফ, যুবলীগ নেতা আবু সুফিয়ান, আকবর শাহ থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী,ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিমন চৌধুরী, আওলাদ হোসেন সুমন, মোঃ আকাশ, যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, ফারুক, মোস্তফা, বাদশা,আব্দুল হামিদ, সাইফুল, সোহেল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *