চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবারো শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল মো. আনাস নামের দেড় বছর বয়সী এক শিশু পুত্রের।
শনিবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া চৌধুরীর বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। শিশু আনাস এলাকার প্রবাসী নেজাম উদ্দিনের পুত্র । এই ঘটনায় আনাসের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, খেলার এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় শিশু আনাস। সেখান থেকে আনাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু আনাসের মামা মো. তারেক বলেন, পরিবারের সদস্যদের অগোচরে আমার ভাগিনা খেলার এক পর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার নিথর দেহ দেখতে পাই। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply