চট্টগ্রামে ৪৯৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭৪ এবং উপজেলা পর্যায়ে ২২৪ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৩০১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৯৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে নগরে ৬৯,৬১২ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,২৩৬ জন।

তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যবে ৩২২ জনের নমুনা পরীক্ষা করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন ইমপেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ২৪ জন, সাতকানিয়ায় ৩৪ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ১৩ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১০ জন, বোয়ালখালী ৩ জন, রাঙ্গুনিয়া ৩১ জন, রাউজান ৫০ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ৩৬ জন, সীতাকুণ্ড ৯ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১২১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৪৭ এবং উপজেলায় ৪৭৪ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *