হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শোক দিবস পালন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রোববার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবস পালনের কর্মসূচীর শুরু হয়। কর্মসূচীগুলোর মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা. বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ইত্যাদি।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মি. শাহাদাত হোসেনের সঞ্চালনা ও প্রতিষ্ঠান প্রধান আলী আহমদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। এসময় শোক দিবসের তাৎপর্য নিয়ে শিক্ষকদের পক্ষে স্কুল শাখার সহকারী শিক্ষিকা মিসেস শামীম আক্তার, কলেজ কো-অর্ডিনেটর মিসেস সুচিত্রা চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা খাতুন বক্তব্য রাখেন। এসময় প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগীয় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *