আফগানিস্তানের জন্য বলিউড তারকাদের প্রার্থনা

বেশ কিছুদিন ধরেই আফগানিস্তান-পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ববাসী। আফগানিস্তান সরকারের পতনের পরে দেশটি এখন তালেবানদের করায়ত্তে। রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এরই মধ্যে যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। তবে দেশটি ছেড়ে পালাচ্ছেন অনেক নাগরিক। উৎকণ্ঠার শেষ নেই বিশ্ববাসীর। বলিউড তারকারাও উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে উড়োজাহাজে উঠতে আফগানদের হুমড়ি খেয়ে পড়ার দৃশ্য ভাইরাল হওয়ার পরে উৎকণ্ঠা প্রকাশ করেছেন বলিউড তারকাদের অনেকে।

রিয়া চক্রবর্তী, স্বরা ভাস্কর, কঙ্গনা রনৌত, আরমান মালিক, সোনি রাজদান, শেখর কাপুর, সোনু সুদসহ অনেকেই সামাজিক পাতায় আফগানিস্তান-পরিস্থিতি নিয়ে তাঁদের মত প্রকাশ করেছেন।

আফগানিস্তানে নারীর করুণ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রিয়া চক্রবর্তী। নারীর পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন এ বলিউড অভিনেত্রী।

সোনু সুদ আফগানবাসীকে মনোবল ধরে রাখার আহ্বান জানিয়ে বলেছেন, পুরো বিশ্ব আফগানিস্তানের অধিবাসীদের জন্য প্রার্থনা করছে।

আলিয়া ভাটের মা সোনি রাজদান আক্ষেপ করে টুইট বার্তায় বলেছেন, যখন একটি দেশ (ভারত) স্বাধীনতা উদযাপন করছে, তখন আরেকটি দেশ সব হারাচ্ছে। হায় পৃথিবী!

এদিকে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানদের জীবন রক্ষার জন্য তালেবানদের ‘অত্যন্ত সংযমী’ হতে এবং তাদের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর আহ্বানও জানিয়েছে জাতিসংঘ।

অন্যদিকে, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজের সিদ্ধান্তের সাফাই গেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *