এ মাসেই মা হচ্ছেন নুসরাত!

টালিউড অভিনেত্রী নুসরাত অন্তঃসত্ত্বা, সেপ্টেম্বরে সন্তান জন্ম দেওয়ার কথা তার। যদিও তার সন্তানের বাবা নিয়ে ধোঁয়াশা এখনো রয়ে গেছে। এবার নুসরাতকে নিয়ে নতুন জল্পনা ছড়িয়ে পড়েছে টালিপাড়ায়।

অভিনেত্রী ও সাংসদকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে কলকাতার প্রথম সারির সংবাদমাধ্যম আনন্দবাজার। এক প্রতিবেদন তারা জানিয়েছে, সেপ্টেম্বরে না, আগস্টেই মা হচ্ছেন নুসরাত। চিকিৎসকদের হিসেব মতে নুসরাতের মা হওয়ার দিন এগিয়ে এসেছে। চলতি মাসের শেষ সপ্তাহে আলোর মুখ দেখতে পারে নুসরাতের সন্তান।

এদিকে অন্তঃসত্ত্বা নুসরাতের চেহারায় মাতৃত্বের ছাপ ফুটে উঠেছে। সম্প্রতি তিনি একটি ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে হাসি মুখে দেখা গেছে নুসরাতকে। তার মুখে লাবণ্য, ত্বকে মসৃণতা লক্ষ্য করা গেছে। যা দেখে অনেকেই মনে করছেন, নতুন অতিথি আসতে খুব বেশি দেরি নেই।

সংবাদমাধ্যম থেকে শুরু করে পাপারাজ্জিদের নজর এখন নুসরাতের দিকে। তিনি কবে হাসপাতাল যাবেন? এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন অনেকে। অন্যদিকে, নুসরাতের ঘনিষ্ঠ বন্ধু মিমি, শ্রাবন্তী, তনুশ্রী এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।

লম্বা সময় ধরে আলোচনায় নুসরাত। স্বামী নিখিল জৈনের সঙ্গে আলাদা থাকার পর থেকে তার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। টালিপাড়ার অনেকে ধারণা করছেন, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। তারা বিয়েও করেছেন। নুসরাতের গর্ভে যশের সন্তান। যদিও বিষয়টি নিয়ে পরিষ্কার কিছুই বলেননি নুসরাত-যশ।

গেল কিছুদিন আগে অন্তঃসত্ত্বা নুসরাতকে নিয়ে দুপুরের খাবার খেতে বেরিয়েছিলেন যশ। কলকাতার পার্কস্ট্রিট এলাকার একটি রেস্তোরাঁয় দেখা গেছে তাদের। তারপর জল্পনা আরও বেড়েছিল।

২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তুরস্কের বোদরুমে হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। নিখিলের থেকে আলাদা হওয়ার পর নুসরাত দাবি করেছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে হয়নি। লিভ টুগেদারে ছিলেন তারা। জল ঘোলা হওয়ার পর সংবাদমাধ্যমে বিবৃতি পাঠানোর মাধ্যমে এ দাবি করেছিলেন নুসরাত।

স্বামীর নিখিলের সঙ্গে দাম্পত্য কলহ, যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন এবং মা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সংবাদমাধ্যমকে এড়িয়ে যেতেন নুসরাত। এসব বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ ছিলেন তিনি। তবে গেল জুলাই মাসের শেষ দিকে ফেসবুক লাইভে এসব বিষয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

মা হওয়া প্রসঙ্গে নুসরাত বলেন, ‘মাতৃত্ব আশীর্বাদ, সেটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু নিজের শরীর ও মন প্রস্তুত না হলে মা হওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

কথা প্রসঙ্গে নুসরাত বলেন, ‘আমার মেয়ে হলে তাকে আমি শেখাব, সে যেন কখনো মাথা নত না করে।’

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *