খাগড়াছড়ির মানিকছড়িতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কন্যা সন্তানের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বাবাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৬ আগস্ট) রাতে ভুক্তভোগী মানিকছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম জানান, ভুক্তভোগী ওই কন্যা সন্তানের মায়ের লিখিত অভিযোগ পেয়ে ধর্ষক পিতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এন-কে
Leave a Reply