চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, শনাক্ত ৩৪৮

২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০২ এবং উপজেলা পর্যায়ে ১৪৬ জন। একই সময়ে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৫৯২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪৮ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৬ হাজার ২০২ জন। এর মধ্যে নগরে ৭০,৪৮২ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,৭২০ জন।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪০ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৭৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮০ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩১৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ৫ জন, বাঁশখালী ৯ জন, আনোয়ারা ২ জন, চন্দনাইশ ১ জন, পটিয়া ৫ জন, বোয়ালখালী ৯ জন, রাঙ্গুনিয়া ২৭ জন, রাউজান ৩৭ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ৩৫ জন, সীতাকুণ্ড ৫ জন, মিরসরাই ৪ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৫৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৬২ এবং উপজেলায় ৪৯৪ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *