হেফাজতে ইসলামের আমীর ও দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টায় হাটহাজারী মাদ্রাসা সামনে ডাকবাংলো মাঠে তার জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজার নামাজে ইমামতি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। দেশের শীর্ষস্থানীয় আলেমসহ জানাজায় অংশ নেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি।
আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফী রহ. -এর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন।আল্লামা বাবুনগরী বৃহস্পতিবার বেলা ১২.৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস তাঁর মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।দুপুর ২ টায় তার লাশ হাটহাজারী মাদ্রাসায় আনা হয়। বিকেলে আবার তার জন্মস্থান ফটিকছড়ি বাবুনগরে নিয়ে যাওয়া হয়। ফটিকছড়ি থেকে রাত ৮ টায় পুনরায় তাকে হাটহাজারীতে নিয়ে আসা হয়।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাকে বেলা সাড়ে ১১টার দিকে সিএসসিআর এ তাকে ভর্তি করা হয়।
মাওলানা মীর ইদরীস বলেন, ‘কয়েকদিন আগেও হুজুরের নিয়মিত চেক আপে সবকিছু ঠিক ছিল। তবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় হঠাৎ উচ্চ রক্তচাপের কারণে তিনি অনেকটা সংজ্ঞাহীন হয়ে পড়েন।
তাকে বেলা বারোটার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ তাকে ভর্তি করা হয়। তিনি ডাক্তার ইব্রাহিমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে সাধারণ ওয়ার্ড ও পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে ১২.৫০মিনিটে তার মৃত্যু হয়।
প্রসঙ্গত,৭৩ বছর বয়সী আল্লামা বাবুনগরী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে অসুস্থতায় ভুগছিলেন।
Leave a Reply