চট্টগ্রামে এক দিনে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৩০১

চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬১ এবং উপজেলা পর্যায়ে ১৪০ জন। একই সময়ে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৯১৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৬ হাজার ৫০৩ জন। এর মধ্যে নগরে ৭০,৬৪৩ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,৮৬০ জন।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০০ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৯২৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন এন্টিজেন টেস্ট এবং শেভরনে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৮ জন, সাতকানিয়ায় ২০ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ১০ জন, চন্দনাইশ ৮ জন, পটিয়া ৩ জন, বোয়ালখালী ৮ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৩৬ জন, ফটিকছড়ি ১৫ জন, হাটহাজারী ২৪ জন, সীতাকুণ্ড ৫ জন, মিরসরাই ১ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৬৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৬৪ এবং উপজেলায় ৫০২ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *