মিরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মো. রায়হান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে ইছাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জমাদার গ্রামের কালা ড্রাইভারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের ইদিলপুর (কাজীগ্রাম) এর ব্যাপারী বাড়ীর মাইনুদ্দীনের বড় ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য এমদাদ হোসেন জানান, নিহত রায়হান তার মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে এসেছিলো। ঘটনার পূর্ব মুহুর্তে তাকে দেখতে না পেয়ে সকলে অনেক খোঁজাখুঁজি করলে নিকটস্থ একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখা গেলে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, নিহত রায়হানকে দাফন কাফনের জন্য তার গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়েছে।
এমকে
Leave a Reply