পর্নকাণ্ডে জেলে স্বামী রাজ কুন্দ্রা। স্বামী গ্রেপ্তারের পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। আসছিলেন না রিয়েলিটি শো সুপার ডান্সারের সেটেও। বিচারকের আসনে তার পরিবর্তে বিশেষ অতিথির দেখা মিলছিল।
অবশেষ বুধবার (১৮ আগস্ট) কাজে ফিরলেন তিনি। প্রথম দিন কাজে ফেরার পর পাপ্পারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। সেই ছবি হু হু করে ভাইরাল হয়। এবার প্রকাশ্যে এল সেই এপিসোডের প্রোমো।
যেখানে নারীর অধিকারের কথা বলতে গিয়েই কেঁদে ফেললেন শিল্পা। সনি টিভির পক্ষ থেকে ইতোমধ্যেই ‘সুপার ডান্সার ৪’- এর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। যেখানে শিল্পাকে পুরনো ফর্মে পাওয়া গেল।
পর্নোগ্রাফি ছবি বানিয়ে তা বিভিন্ন অ্যাপে প্রকাশ করার অভিযোগে গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এ ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে রাজকে উল্লেখ করা হয়। এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে রাজ ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থা খোলেন। তার ছয় মাস পরই সংস্থাটি ‘হটশট’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল। তদন্তকারী অফিসারদের দাবি, যা প্রশাসনের কাছে পর্নো অ্যাপ নামে চিহ্নিত।
সাম্প্রতিক খবর অনুযায়ী, রাজকুন্দ্রা ৯টি সংস্থার পরিচালক পদে রয়েছেন। অন্যদিকে শিল্পা শেঠি মোট ২৩টি সংস্থার পরিচালক পদে রয়েছেন।
স্বামী গ্রেপ্তার হওয়ার খবরে নিজের ভাবমূর্তি নষ্টের আঁচ পেয়েছেন শিল্পা। তাই তো ডান্স রিয়েলিটি শো সুপার ডান্সার সিজন ৪-এর বিচারকের আসন থেকে আপাতত বিরতি নিয়েছেন এই নায়িকা।
স্বামীর গ্রেপ্তারের পর নিজের সমস্ত শুটিং বাতিল করেছেন শিল্পা। তার পরিবর্তে বিচারকের আসনে দেখা যাচ্ছে কারিশমা কাপুরকে। স্বামীর গ্রেপ্তার এবং পারিবারিক জীবনে সমস্যার প্রভাবের জেরেই রিয়েলিটি শো থেকে সরেছেন শিল্পা। কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছে অন্য খবর, প্রযোজনা সংস্থা শিল্পাকে সরিয়ে কারিশমাকেই সিজনের জন্য বিচারকের আসনে বসাতে চাইছে।
এন-কে
Leave a Reply