চট্টগ্রামে আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৩২

২৪ ঘণ্টা ডট নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০৮ এবং উপজেলা পর্যায়ে ১২৪ জন। একই সময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২৬০৬ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৩২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৬ হাজার ৮৩৫ জন। এর মধ্যে নগরে ৭০,৮৫১ জন এবং উপজেলা পর্যায়ে ২৫,৯৮৪ জন।

তিনি বলেন, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ১০৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস ১৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ২১০ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১১০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪২০ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইপিক হেলথ কেয়ারে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ৪ জন, আনোয়ারা ৫ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ৯ জন, বোয়ালখালী ১৩ জন, রাঙ্গুনিয়া ২ জন, রাউজান ২৮ জন, ফটিকছড়ি ৯ জন, হাটহাজারী ৩১ জন, সীতাকুণ্ড ১৬ জন, মিরসরাই ৫ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১৭০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৬৫ এবং উপজেলায় ৫০৫ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *