কক্সবাজারের টেকনাফে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো.সাইফুল(৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
শনিবার (২১ আগষ্ট) দুপুরে টেকনাফ পৌর শহরের হাজী গণি মার্কেটের কবিরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামি মো.সাইফুল টেকনাফ সদরের খানকার ডেইল এলাকার মৃত মো.আলফাজের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এএসআই হোসেনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান পরিচালানা করেন । এসময় ২ হাজার ১’শ পিস ইয়াবাসহ সাইফুলকে গ্রেফতার করা হয় । এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দও করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ।
Leave a Reply