নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় মো. আব্রাহাম নামের ২ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২২ আগস্ট) ভোর ৫ টার দিকে আমিন কলোনী কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্রাহামের পিতা জাহাঙ্গির মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী।
পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা থেকে বাচ্চাটি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর আজ ভোরে বাসার পিছনে খালে বাচ্চার মৃতদেহ দেখে নিহতের পরিবার থানায় খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ওসি (তদন্ত) মো খাইরুল ইসলাম বলেন, পরিবারের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যা কি অপমৃত্যু তা বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এন-কে
Leave a Reply