কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব রত্না এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ওই এলাকার মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া ও তার ছেলের বউ এবং নাতনী বলে জানান গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকারীরা দরজা তালা লাগিয়ে দেওয়ায় বাড়ির ছাদ দিয়ে ঢুকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
Leave a Reply