সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতলেন জেরেভ-বার্টি

সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতেছেন আলেকজান্ডার জেরেভ ও অ্যাশলে বার্টি। ওয়েস্টার্ন অ্যান্ড সাদার্ন ওপেনের পুরুষদের এককের ফাইনালে জেরেভ হারিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভকে।

অন্যদিকে মেয়েদের এককের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা বার্টি হারিয়ে দেন সুইজারল্যান্ডের ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিল টাইশমানকে।

অলিম্পিক চ্যাম্পিয়ন জেরেভ মাত্র ৫৯ মিনিটেই ৬-২, ৬-৩ সেটে উড়িয়ে দেন রুবলেভকে। বিশ্বের পাঁচ নম্বর তারকার এটি ক্যারিয়ারের ১৭ নম্বর শিরোপা। সিনসিনাটির তৃতীয় বাছাই জার্মান তারকা এই নিয়ে মোট পাঁচটি এটিপি মাস্টার্সে চ্যাম্পিয়ন হলেন। চলতি মৌসুমে এটি তাঁর চার নম্বর শিরোপা।

মেয়েদের ফাইানালে সুইস প্রতিপক্ষকে হারাতে বিশেষ বেগ পেতে হয়নি অসি তারকাকে। বিশ্বের ৭৬ নম্বর তারকার বিরুদ্ধে বার্টি ৬-৩, ৬-১ সেটে জয় তুলে নেন। অ্যাশলে বার্টি এবার উইম্বলডনের শিরোপা জিতলেও সিঙ্গলসে অলিম্পিকে খুব ভালো করতে পারেননি।

তবে টোকিও অলিম্পিকের মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদক জেতেন অসি তারকা। আপাতত ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ওপেনে খেলতে নামবেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *