করোনায় আক্রান্ত চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম ও তার পরিবার এবং রোগাক্রান্ত সকল মুসলিম মিল্লাতের রোগমুক্তি কামনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজারস্থ খানক্বায়ে ক্বাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরিয়া খানক্বাহ শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল আল কাদেরীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন,আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, মুহাম্মদ খোরশেদ আলম, যুগ্ন সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ খায়রুল বশর, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ মঞ্জুর এলাহী মুহাম্মদ আলাউদ্দিন
আলহাজ্ব মুহাম্মদ আশরাফ হোসেন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন আহমেদ, মুহাম্মদ রমজান আলী রুবেল( সহঃ অর্থ সম্পাদক), মুহাম্মদ শাখাওয়াত হোসেন, আলহাজ্ব মুহাম্মদ আতিকুল্লাহ ( দাওয়াতে খাইর সম্পাদক), আলহাজ্ব মুহাম্মদ সিরাজুদ্দৌলা, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ সাইফুল আলম প্রমূখ।
Leave a Reply