রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য দিয়ে জানান, মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিন জন, নাটোরের এক জন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়ার এক জন।

রামেকের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছে ২৭ জন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ২০৯ জন।

এদিকে, গতকাল মঙ্গলবার রাজশাহী জেলায় ৩২৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছে ৫৮ জন। শতকরা হিসাবে যা ১৭ দশমিক ৭৪ শতাংশ।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *