জয়ার মাথায় মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনালের মুকুট

ভারতের অভিনেত্রী ও ফেমিনা মিস ইন্ডিয়া-২০১৩ রানারআপ জয়া আফরোজের মাথায় এবার উঠল মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২১-এর মুকুট।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০২১-এর আয়োজক গ্ল্যামানন্দ সুপারমডেল ইন্ডিয়া। জয়া আফরোজ আগামীতে মিস ইন্টারন্যাশনাল ২০২১-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন। সামাজিক পাতায় এ সুখবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন জয়া।

এ প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রদেশ থেকে অংশগ্রহণ করেন অর্চনা রবি, ঐশ্বরিয়া দীক্ষিত, নয়না বিজয় শর্মা, তানিয়া সিনহা, হিমানি গায়কোয়াড়, মেঘা শেঠি, মেঘা জুলকা, দীক্ষা নারাং, শিবানি তক, অস্মিতা চক্রবর্তী, ইশা বৈদ্যসহ অনেকে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *