হাতুড়ে ধাত্রীর চিকিৎসায় সন্তান প্রসব, এবার সন্তানের পর মায়ের মৃত্যু

হাটহাজারীতে ধাত্রীর ভুল চিকিৎসায় সন্তানের পর এবার মা ফাহিমা আক্তার(১৯) এর মৃত্যু হয়েছে।

হাতুড়ে ধাত্রী মাধ্যমে সন্তান প্রসবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গত ১৫ আগস্ট তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে টানা ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফাহিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। ঘটনায় জড়িত ধাত্রী নুর জাহান এখনও পলাতক রয়েছেন। মৃত ফাহিমা উপজেলার উত্তর মেখল হাজী আশরাফ আলী বাড়ির মরহুম নুর আলমের পুত্র সাবলুর স্ত্রী।

উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে কতিপয় ধাত্রী হাটহাজারী পৌরসভার মিরের হাটের একটি বিল্ডিংয়ে সন্তান প্রসবের সেবা দিয়ে আসছিল। চলতি মাসের ১৫ তারিখ ফাহিমাকে সেখানে নিয়ে গেলে ধাত্রীর অপচিকিৎসায় ভুমিষ্ট নবজাতকের মৃত্যু হয় এবং অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেকে ১০দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *