বোয়ালখালীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ধরা

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ডাকাত দলের পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ।শুক্রবার (২৭ আগস্ট) ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি ছোরা, ১টি শাবল, ১টি লোহার ফ্লায়ারর্স, ১ টি লোহার রেইজ ও ২ টি পুরাতন স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় পুরাতন একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম থ-১৪-০২৮৪) নিয়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।ওসি বলেন, খবর পেয়ে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ধরলে নোয়াখালী জেলার হাতিয়া থানার সোনাদিয়া এলাকার খবির উদ্দিনের ছেলে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামী মো. শামীম (৩২) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার সোনা মিয়া হাজীর বাড়ীর মৃত নুরুজ্জামানের ছেলে নসু মিয়াকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হই।এই ব্যাপারে থানায় অস্ত্র আইনের মামলা দায়েরের পর আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *