রাজধানীর চকবাজারের ইসলামবাগ হাজী নুর ইসলামের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বাবুল মিয়া (৪০) নামের এক নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ভবনে কাজ করার সময় ওই স্থানে কিছু মাটি পড়েছিল। মাটি সরাতে গেলে বাবুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া আরও বলেন, নিহতের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়। তিনি রাজধানীর চকবাজারে থাকতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এন-কে
Leave a Reply