আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের পাশে একটি আবাসিক ভবনে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। কাবুল বিমানবন্দর এলাকায় চারদিনের মাথায় এটি দ্বিতীয় বিস্ফোরণ। এবারের বিস্ফোরণের পিছনে কারা, সেটা এখনও স্পষ্ট নয়। খবর দ্য গার্ডিয়ানের।
আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যূত সরকারের এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা এএফপিকে জানান, সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, রবিবারেই এ হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন।
বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় বিস্ফোরণের মূল হোতাকে হত্যার দাবির পর আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার সেই আশঙ্কা সত্যি হলো।
চারদিন আগে কাবুল বিস্ফোরণের দায় স্বীকার করেছিল আইএসের খোরাসান গোষ্ঠী। ওই হামলায় ১৮০ জন নাগরিক প্রাণ হারিয়েছে।
Leave a Reply