চট্টগ্রামে আরও ২ মৃত্যু, শনাক্ত ২০৬

২৪ ঘণ্টা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২১ এবং উপজেলা পর্যায়ে ৮৫ জন। একই সময়ে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৫৮৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৬ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৯ হাজার ৩৪১ জন। এর মধ্যে নগরে ৭২,২২৮ জন এবং উপজেলা পর্যায়ে ২৭,১১৩ জন।

তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৭২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন এন্টিজেন টেস্ট এবং আরটিএলে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১২ জন, সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ৯ জন, রাউজান ১১ জন, ফটিকছড়ি ৯ জন, হাটহাজারী ১৬ জন, সীতাকুণ্ড ১০ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২২৭ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮৮ এবং উপজেলায় ৫৩৯ জন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *