মুস্তাফিজের স্লোয়ার-সাকিবের স্পিন, কঠিন চ্যালেঞ্জে কিউইরা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামীকাল (১ সেপ্টেম্বর)। এই সিরিজ শুরুর আগে ঘুরেফিরে আলোচনায় মিরপুরের উইকেট। যেখানে সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উইকেটের চরিত্র যে সফরকারীদের জন্য প্রতিকূল হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। মন্থর উইকেটে রান করতে উভয় সংকটে কিউইরা।

পেসার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছন্দে আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে কাটার-স্লোয়ারে বাজিমাত করেছেন তিনি। সে দৃশ্য নিজেদের দেশে বসে দেখেছেন টম লাথামরা। মুস্তাফিজের বিপক্ষে রান বের করা তো দূর, তাকে সামলানোও যে সহজ কাজ নয় সেটি আজ (মঙ্গলবার) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে স্বীকার করে নিলেন ব্ল্যাকক্যাপস দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লাথাম।

লাথামা জানালেন, ‘তারা সবাই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ইনিংসের শুরুতে মুস্তাফিজ তার স্লোয়ার বলের জন্য বিখ্যাত। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন বল করেছে দেখেছি। স্পিনাররা ইনিংসের শুরুতে ও মাঝখানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে। গত পাঁচ দিন ধরে ছেলেরা অনেক পরিশ্রম করছে যাতে বোলারদের মোকাবেলা করতে পারে। আমরা তাদের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছি।’

মুস্তাফিজের পাশাপাশি সাকিব আল হাসান, নাসুম আহমেদও যে কম যান না। অজিদের ৪-১ ব্যবধানে সিরিজ হারাতে টাইগারদের স্পিন বিভাগের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আসন্ন সিরিজে স্বাগতিক স্পিনারদের সামলাতে নিজেদের ব্যাটিং বিভাগকে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটিও স্বীকার করে নিলেন লাথাম।

লাথামের ব্যাখ্যা, ‘তাদের দলটির সব বিভাগেই হুমকি আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কী দারুণ খেলেছে আমরা দেখেছি। দলে দুর্দান্ত কয়েকজন স্পিনার আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের স্পিনারদের সামনে আমাদের ব্যাটিং চ্যালেঞ্জে পড়বে। তাদের নির্ভীক কিছু ব্যাটসম্যান আছে, যারা ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারে।’

সঙ্গে যোগ করেন লাথাম, ‘আমাদের মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, পরিকল্পনায় ঠায় থাকতে হবে, দলের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। পরিস্থিতি যাই হোক সেরাটা দিতে হবে। আমরা জানি স্পিন বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। তাদের স্পিনাররা এই কন্ডিশনে কত বেশি কার্যকরী তা জানি। তাদের অনেক অভিজ্ঞতা আছে।’

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *