জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ফল বিকেলে, যেভাবে জানবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির ফল আজ বুধবার প্রকাশ করা হবে। বিকেল ৪টার পর উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

প্রতিবছরের মতো এবারও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি উর্ত্তীণদের মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে পাঠানো হবে।

গতকাল মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেল ৪টায় প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ফল জানতে বিকেল ৪টার পর nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

এ ছাড়া রাত ৯টার পর ভর্তির ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে।

জানা গেছে, এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময় ১৪ আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে ১৮ আগস্ট করা হয়। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন ফি জমা দিতে পেরেছেন।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *