রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় রাউজান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপজেলার জনসাধারণকে প্রাকৃতিক এই দূর্যোগ মোকাবেলায় প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে রক্ষায় মানুষ যাতে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিতে পারে সেজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেছেন, ইতিমধ্যেই উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার জন্য ১৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সহ ঔষুধ মজুদ রাখা হয়েছে, ইতিপূর্বে দূর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে উপজেলা পরিষদে সভায় স্ব স্ব ইউনিয়নে সার্বিক প্রস্তুতি সম্পর্কে ইউপি চেয়ারম্যাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং উপজেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে কন্ট্রোল রূমের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠকের পক্ষ থেকে দূর্যোগকালীনসহ পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়াতে সার্বিক প্রস্তুতিও গ্রহণ করেছে বলে জানা গেছে।
উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এবং উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি।
Leave a Reply