অপহরণের ৬দিন পর মুক্তিপণে মুক্ত রবি আলম

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়ার কামাল এর ছেলে রবি আলম (২৬) কে অপহরণের ৬দিন পর মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে তার স্বজনেরা।

আজ (০১ সেপ্টেম্বর) বুধবার, সকালে রঙ্গিখালী গহীন পাহাড় হতে ৭ লাখ টাকা মুক্তি পন দিয়ে তাকে উদ্ধার করে বলে জানায় ভিকটিম রবি আলমের পিতা কামাল। রবি আলম কে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য আলীখালী ২৫-নং রোহিঙ্গা ক্যাম্পের আইআরসি হাসপাতালে ভর্তি করলে, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরন করা হয়েছে। তার গায়ে ক্ষতবিক্ষত সিগারেট ও মশার কয়েলের পুড়া দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে।

উল্লেখ্য গত ৬ দিন আগে তাকে রোহিঙ্গা ও স্থানিয়দের যোগসাজশে অপহরণ করা হয় বলে দাবি করেন উদ্বার হওয়া রবি আলমের পরিবার।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, তাদের দুই গ্রুপের মধ্যে টাকা লেনদেনের জেরে তাকে অপহরণ করেছে বলে শুনেছি। তার পরেও তাদের অভিযোগের প্রেক্ষিতে অপহরণ কারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

এমজে/

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *