সীতাকুণ্ডের সলিমপুরস্থ হযরত খাজা কালু শাহ (রাঃ) কমপ্লেক্সের পক্ষ থেকে গাউছিয়া কমিটির সীতাকুণ্ড শাখাকে করোনাকালীন সময়ের যাবতীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে হযরত খাজা কালু শাহ মাজার কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত সামগ্রী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।
এসময় কালুশাহ কমপ্লেক্সের পক্ষ থেকে গাউছিয়া কমিটিকে মাস্ক, ৫০ সেট পিপি, ২ টি অক্সিজেন সিলিন্ডার, ২০ সেট কাফনের কাপড়, সেনিটাইজার, গ্লাব, ১ট স্প্রে মেশিন প্রদান করা হয়। আলহাজ্ব ছাদের আহম্মদের সভাপতিত্বে এবং মোঃ মহিউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুশাহ কমপ্লেক্সের মতোয়াল্লী সিরাজদৌলা সওদাগর। বক্তব্য রাখেন ইলিয়াস চৌধুরী বাচ্চু, নিজাম উদ্দিন খালেদী, কামাল উদ্দিন, মঞ্জুরুল ইসলাম, সোলাইমান, কায়সার,আজাদ
হোসেন,শাহাজান,তমিজুর রহমান,আশ্রাফুজামান রনি, গাউছিয়া কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ আলী সিদ্দিকী, মুজিবুর রহমান, নুরুল আলম, নুর উদ্দিন, মঞ্জুর এলাহী প্রমুখ।
Leave a Reply