বিশ্বে করোনার টিকার সরবরাহে নেতৃত্বে আসতে চায় যুক্তরাষ্ট্র

নিজেদের বাড়তে থাকা চাহিদা মেটানোর পাশাপাাশি বিশ্বজুড়ে বণ্টনের জন্য করোনা টিকা প্রস্তুত খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের করোনা বিষয়ক উপদেষ্টা জেফ্রি জিয়েন্টস।

মূলত টিকার ডোজ প্রস্তুত করা এবং প্যাকেজিং পর্যন্ত প্রক্রিয়ায় এই অর্থ বিনিয়োগ করা হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের একই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, এই যে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে, এবং এর ফলে কোম্পানিগুলো টিকার ডোজ উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে সক্ষম হবে।’

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু করা হবে উল্লেখ করে জেফ্রি জিয়েন্টস আরও বলেন, ছাড়কৃত এই অর্থ টিকার ডোজ প্রস্তুত ও প্যাকেজিং ছাড়াও টিকা প্রস্তুতের উপাদান লিপিড, বায়োরিঅ্যাক্টর ব্যাগ, টিউব, সিরিঞ্জ, নিডল এবং পিপিই উৎপাদনে ব্যবহার করা যাবে।

গত মাসের শেষ থেকে করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করার পরও সংক্রমণের ঝুঁকিতে থাকা নাগরিকদের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া, করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে দেশটিতে ফের ঊর্ধ্বমূখি হয়েছে এ রোগে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা।

ফলে, স্বাভাবিকভাবেই করোনা টিকার চাহিদা বেড়েছে যুক্তরাষ্ট্রে। পাশাপাশি, চলতি বছর বিশ্বজুড়ে কয়েক কোটি করোনা টিকার ডোজ বিতরণের পরিকল্পনাও রয়েছে দেশটির।

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন এবং মারা গেছেন মোট ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন।

এছাড়া, বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৬ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *