আশুগঞ্জে বাস উল্টে ১০ জন আহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম বলেন, ‘ আজ সকালের দিকে আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি উপজেলার বগইর বাসস্ট্যান্ডের কাছে আসার পর একটি মোটরসাইকেল অতর্কিতভাবে সামনে পড়ে। এরপর মোটরসাইকেলটিকে রক্ষ করতে গিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি চাতালকলের মাঠে আছড়ে পড়ে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

এ দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী নিহত হয়নি। বাসটি জব্দ করে কুট্টাপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *