কৃষ্ণাঙ্গ ব্যক্তির ভিডিওতে ‘বানর প্রজাতির প্রাণী’ তকমা দেওয়ায় ক্ষমা চাইল ফেসবুক

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের ফেসবুক পেজে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে দেখানো ভিডিওর শেষে ‘বানর প্রজাতির প্রাণী’ তকমা লাগানোর ঘটনায় ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। এ সংক্রান্ত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটির ব্যবহার বন্ধ করে দিয়েছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

গত শুক্রবার ফেসবুক এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য ভুল’ হিসেবে উল্লেখ করেছে। ফেসবুক জানায়, ‘আর যেন এমনটি না ঘটে’ সে লক্ষ্যে ওই রিকমেন্ডেশন ফিচার নিয়ে কাজ করা হচ্ছে।

দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ২০২০ সালের ২৭ জুন ডেইলি মেইল তাদের ফেসবুক পেজে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ও সাধারণ লোকজনের সঙ্গে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির তর্কাতর্কির ভিডিও পোস্ট করে। ওই ভিডিওর সঙ্গে বানর বা বানর জাতীয় প্রাণীর কোনো সম্পর্ক নেই।

ফেসবুকের সাবেক ও বর্তমান কর্মীদের একটি ফোরামে সম্প্রতি সাবেক একজন কর্মী ওই ভিডিও শেষে দেখানো লেবেলসহ স্ক্রিনশট পোস্ট করেন। ওই লেবেলে বলা হয়, ‘আপনি কি বানর প্রজাতি সম্পর্কিত ভিডিও দেখা চালিয়ে যেতে চান?’

সামাজিক যোগাযোগমাধ্যমটির ভিডিও সার্ভিস ফেসবুক ওয়াচ-এর একজন ব্যবস্থাপক একে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করেন এবং বলেন, ‘কেন এমনটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

ফেসবুকের একজন মুখপাত্র দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সেবাগুলোতে উন্নতি করছে ফেসবুক, তবে এটা একেবারে বিশুদ্ধ নয়, এখনও বহু কিছু করার বাকি রয়েছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তা এর আগেও কৃষ্ণাঙ্গদের বেলায় ভুলভাবে তকমা লাগিয়েছিল। ২০১৫ সালে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবিতে গরিলা তকমা লাগানোর পর ক্ষমা চেয়েছিল গুগল।

এন-কে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *